ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

‘বোমা হুমকি’তে যাত্রীবাহী প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
‘বোমা হুমকি’তে যাত্রীবাহী প্লেনের জরুরি অবতরণ উড়াল এয়ারলাইন্স’র একটি প্লেন/ সংগৃহীত

‘বোমা হুমকি’ সংক্রান্ত নোট পাওয়ার পর রাশিয়ান একটি যাত্রীবাহী প্লেন জরুরি অবতরণ করেছে। প্লেনটিতে ২১৬ আরোহী ছিলেন।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ান ‘উড়াল এয়ারলাইন্স’র ‘ইউ৬১১১৬’ ফ্লাইটটি বাহারাইন থেকে মস্কোর পথে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় উড়াল দেয়। কিছুক্ষণ পর এর ক্রু’রা ফ্লাইটের ভেতরে ‘বোমা থাকার’ নোট দেখতে পান।

বিষয়টি দ্রুত পাইলটকে জানানো হলে ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকুর একটি বিমান বন্দরে জরুরি অবতরণ করা হয়।

যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। তাদের সবাইকে প্লেন থেকে করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

এ বিষয়ে প্লেনের এক মুখপাত্র জানান, প্লেনের ক্রু’রা ভেতরে বোমা থাকার নোট পান। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য ফ্লাইটি নিকটবর্তী বিমান বন্দরে অবতরণের কথা বলা হয়।

তবে শেষ পর্যন্ত প্লেনে ‘সন্দেহজনক’ কোনো বস্তু পাওয়া যায়নি বলে সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।