ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫ বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার, ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দ্বীপে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং চার আমেরিকান নাগরিক নিহত হয়েছেন।

সোমবার (০৪ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় উত্তর-পশ্চিমাঞ্চলের ন্যাশনাল পার্ক লেক তুর্কানার দূরবর্তী একটি দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে এতে থাকা কেনিয়ান পাইলট এবং চার আমেরিকান নিহত হন।

তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

টুইটে কেনিয়ার ন্যাশনাল পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দু’টি হেলিকপ্টার ন্যাশনাল পার্কের ল্যাবোলো ক্যাম্পে অবতরণ করেছিল। পরবর্তীতে যাবার সময় একটি নিরাপদে যেতে পারলেও দ্বিতীয়টি বিধ্বস্ত হয়। এখনও নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

এক মাস আগে দেশটির পশ্চিমাঞ্চলে প্লেন বিধ্বস্ত হয়েছিল। সেসময় তিন আমেরিকানসহ পাঁচজন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।