ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বহুতল ভবন ধসে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ইস্তাম্বুলে বহুতল ভবন ধসে নিহত ২ ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে (সংগৃহীত ছবি)

তুরস্কের ইস্তাম্বুলে বহুতল ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টায় ভবনটি ধসে পড়ে।  

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়েরলিকয়া জানিয়েছেন, আটতলা ভবনটিতে ১৪টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

ভবনটিতে ৪৩ জন বাস করতেন। আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চলছে।  তবে ভেতরে এখনও কতজন আটকে রয়েছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।  

তিনি আরও জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত নির্মাণের অনুমতি থাকলেও আটতলা পর্যন্ত নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।