ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৫ সন্ত্রাসবিরোধী অভিযান, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরাঞ্চলের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি সংগঠনের চার সদস্য নিহত হয়েছেন। এসময় এক সেনা সদস্য নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে রাজ্যটির শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে।  

দেশটির পুলিশ বলছে, ঘটনাস্থলে আরও সন্ত্রাসী সদস্য লুকিয়ে আছে কি-না, তা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী।

এছাড়া সন্ত্রাসবিরোধী এ অভিযানটি একটি সূত্রের মাধ্যমে খবর পেয়ে চালানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।