ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কমিক্স কিংবদন্তী স্ট্যান লির চিরবিদায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২০, নভেম্বর ১৩, ২০১৮
কমিক্স কিংবদন্তী স্ট্যান লির চিরবিদায় স্ট্যান লি। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন কমিক্স বই লেখক ও মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে দুনিয়া-কাঁপানো স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো  সব চরিত্রের অন্যতম এ স্রষ্টার বয়স হয়েছিলো ৯৫ বছর।

সোমবার (১২ নভেম্বর) স্ট্যান লির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার মেয়ে জেসি বলেন, 'আমার বাবা তার সব ভক্তদের ভালোবাসতেন। তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে শালীন মানুষ ছিলেন।

'

স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও চোখের সমস্যাসহ বেশ কয়েকটি অসুখের সঙ্গে লড়াই করছিলেন। এরপর সোমবার সায়দার-সিনাই মেডিক্যাল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯২২ সালে নিউ ইয়র্ক শহরের এক নিম্নবিত্ত পরিবারে জন্ম হয় ‘সৌভাগ্য’ বিশ্বাস করা লি'র। বাবা জ্যাক লিয়েবার ছিলেন দর্জি। তবু থেমে না থেকে নিজেকে এগিয়ে নেন সামনের দিকে। নাম লেখান পৃথিবীর সফল ব্যক্তিদের তালিকায়।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘন্টা, নভেম্বর ১৩, ২০১৮
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।