ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বরখাস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বরখাস্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন। সিআইএ পরিচালক মাইক পম্পেওকে টিলারসনের স্থলাভিষিক্ত করেছেন ট্রাম্প।এর মধ্য দিয়ে ট্রাম্প ও টিলারসনের মধ্যে মতবিরোধ তুঙ্গে রয়েছে মর্মে যে প্রচার ছিল তা-ই সত্য হলো।

বরখাস্ত করার পর ট্রাম্প এক টুইটারে রেক্স টিলারসনকে তার অধীনে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া মাইক পম্পেও চৎমকার ও সুচারুভাবে তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প।

 

এক্সন মবিল (ExxonMobil) কোম্পানির সাবেক সিইও টিলারসন মাত্র এক বছরের কিছু বেশি সময় ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করতে সক্ষম হন। বহু বিষয়েই ট্রাম্পের সঙ্গে তার স্পষ্ট মতবিরোধ ছিল।

আর সিআইএর নতন পরিচালক নিযুক্ত হয়েছেন জিনা হাসপেল। সিআইএর ইতিহাসে তিনিই প্রথম নারী পরিচালক।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।