[x]
[x]
ঢাকা, বুধবার, ২ কার্তিক ১৪২৫, ১৭ অক্টোবর ২০১৮
bangla news

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০১-১৩ ৩:৩৮:২২ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকি কর্মকর্তারা বলছেন বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ খবরটি জানিয়েছে।

খবরে বলা হয়, উত্তর বাগদাদের আশেপাশে একটি ব্যস্ততম রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আটজন নিহত ও ১০ জন আহতের খবর পাওয়া যায়। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এমন তথ্য জানান।

আত্মঘাতী এ হামলার দায় এখন পর্যন্ত কোনো দল নেয়নি। 

ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি নিজেদের কব্জয় নেওয়ায় গত কয়েক মাসে দেশটিতে বোমা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

চরমপন্থী এ দলটি গতবছর বাগদাদে বেশিরভাগ বোমা হামলা ঘটিয়েছিলো।  এখনো দেশটির বিভিন্ন স্থানে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে।

বাংলাদেশ সময় ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এমএসএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa