ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে ২০ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা, ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। এতে অন্তত ১৭শ’ ঘরবাড়ি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ভারত মহাসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে ১৯শ’ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন, যাদের অনেকে ছুটেছে আশ্রয়কেন্দ্রে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

 

এদিকে দুর্যোগ মোকাবেলায় ২৭ নভেম্বর থেকে সাতদিনের জরুরি ত্রাণ সহায়তা ঘোষণা করা হয়েছে। যাতে অংশ নিয়েছেন এক হাজার ১৭৪ জন সেনা ও পুলিশ সদস্য। রয়েছে উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাও।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্র জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তাতে শুকনো খাবার, শিশুদের খাবার, ওষুধসহ প্রয়োজনীয় উপকরণ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।