ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গুম হওয়ার ভুয়া গল্প সাজিয়ে ফাঁসলেন ফরাসি তরুণী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, নভেম্বর ১০, ২০১৭
গুম হওয়ার ভুয়া গল্প সাজিয়ে ফাঁসলেন ফরাসি তরুণী

গুম হয়ে যাওয়ার ভুয়া গল্প সাজিয়ে উল্টো ফেঁসে গেলেন ফ্রান্সের এক তরুণী।

ছয় মাসের জেলের সঙ্গে হয়েছে জরিমানাও। গুনতে হচ্ছে পাঁচ হাজার ইউরো।

ঘটনাটি ফ্রান্সের মেন্ডে শহরে। স্যান্ডি গিলার্ড (২৫) নামে ওই তরুণী বিয়ে বিচ্ছেদের পর এক তরুণের প্রেমে পড়েন। তবে তার সঙ্গেও বনিবনা হচ্ছিল না। তবে তিনি চাচ্ছিলেন প্রেমিকের সঙ্গে আবার মধুর সম্পর্কের সঙ্গে বসবাস করতে। সে উদ্দেশ্যে তাকে হঠাৎ মেসেজ পাঠান যে, তিনি অপহৃত হয়েছেন। একটি কালো গাড়িতে কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে।

অপহরণের ঘটনা শুনে স্যান্ডির প্রেমিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেন। ৫০ জনের একটি টিম নামে উদ্ধার অভিযানে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। হেলিকপ্টারে চেপে গোটা এলাকা তল্লাশিও করা হয়। তাতেও করা যায়নি কূল। খোঁজ চালানো হয় আশপাশের শহরগুলোতেও।  

কিছু সময়ের মাথায় রহস্য জট খোলেন স্যান্ডি নিজেই। প্রকাশ্যে এসে জানান, অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে। তবে কথা-বার্তায় অসঙ্গতি মেলায় সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিনি নাটক সাজিয়েছিলেন।

এমন কাণ্ডের জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ নভেম্বর) স্যান্ডিকে ফরাসি আদালতে তোলা হয়। রায় হয় ছয় মাসের জেল ও জরিমানার।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।