ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় নির্মাণ শ্রমিকের উপর লরি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫১, অক্টোবর ১৩, ২০১৭
কেরালায় নির্মাণ শ্রমিকের উপর লরি, নিহত ৩

ভারতের কেরালায় লরি চাপায় তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত অপর শ্রমিকের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে কেরালার কোচিতে মেট্রো শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাদেরকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন, হাসপাতালে নেওয়ার পর অপর শ্রমিকের মৃত্যু হয়।

ওই শ্রমিকরা মুত্তাম ইয়ার্ডে রাতের শিফটে কাজে যোগ দেন। হতাহত চার শ্রমিকই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজের মাধ্যমে ঘাতক লরিকে সনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর এর চালক তা না থামিয়ে উল্টো দ্রুত বেগে পালিয়ে যায়। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে। হতাহতরা উত্তর প্রদেশের বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।