ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়ায় শতাধিক আইএস সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
লিবিয়ায় শতাধিক আইএস সদস্য নিহত

ঢাকা: লিবিয়ার উপকূলীয় শহর সির্ত থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ক্যাম্পে বোমা হামলায় শতাধিক আইএস সদস্য নিহত হয়েছেন।

মার্কিন বি-২ বোমারু বিমান ও ড্রোন থেকে সির্তে আইএস লক্ষ্যবস্তুতে রাতের আঁধারে এসব হামলা চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বোমা হামলায় তাৎক্ষণিকভাবে ৮৫ জন আইএস সদস্য মারা যান বলে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানাচ্ছে।

এ সংখ্যা পরে আরও বাড়তে পারে।

তারা আরও জানাচ্ছে, ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলার অনুমোদন সরাসরি দিয়েছেন। যে ক্যাম্পে হামলা চালানো হয়েছে সেটি ছিল আইএস প্রশিক্ষণ ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।