ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তেহরানে অগ্নিকাণ্ডের পর ভবন ধসে নিহত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
তেহরানে অগ্নিকাণ্ডের পর ভবন ধসে নিহত ৩০ প্রতীকী ছবি

ঢাকা: ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবন ধসে ৩০ ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩৫ ফায়ার সার্ভিসকর্মী। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ জানায়। তবে তাৎক্ষণিকভাবে আগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এ ঘটনায় ভবনে আটকা পড়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেহরানে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের পর ভবন ধস, ছবি: সংগৃহীতখবের বলা হয়, ১৭ তলা বিশিষ্ট ওই ভবনে প্রথমে অগ্নিকাণ্ড পরে ধসের ঘটনা ঘটে। ভবনটিতে শপিং মল, পোশাক কারখানাসহ বিভিন্ন দোকান ছিলো। ষাটের দশকের শুরুতে ভবনটি নির্মিত হয়। অগ্নিকাণ্ডের পরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শরু করলে ভবন ধসের ঘটনাটি ঘটে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭/ আপডেট: ১৯১৫ ঘণ্টা
টিআই

 


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।