ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়া বিমানবন্দরে প্লেন ছিটকে যাত্রী আহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
গোয়া বিমানবন্দরে প্লেন ছিটকে যাত্রী আহত  ছিটকে যাওয়া জেট এয়ারওয়েজের ফ্লাইট

ভারতের গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছিটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটের বেশ কয়েকজন ‍যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ঢাকা: ভারতের গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ছিটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটের বেশ কয়েকজন ‍যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ঘটনার পর দ্রুত উদ্ধারকর্মীরা পৌঁছে সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসেন। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ছিটকে পড়া জেট এয়ারওয়েজের ফ্লাইট

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মুম্বাই অভিমুখী জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ২৩৭৪ ফ্লাইটটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে প্রায় ৩৬০ ডিগ্রি বেঁকে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তা গুরুতর নয়।

এ ঘটনায় বিমানবন্দরটির কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।