ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সরকারি ওয়েবসাইট হ্যাকিং, আটক ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
থাইল্যান্ডে সরকারি ওয়েবসাইট হ্যাকিং, আটক ৯ সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে আটক, ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে সন্দেহভাজন নয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।

ঢাকা: থাইল্যান্ডের সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে সন্দেহভাজন নয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, সাইবার হামলায় গত সপ্তাহে দেশটির সরকারি কয়েক ডজন সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে।

এদিকে, থাইল্যান্ড সংসদে চলতি মাসে সাইবার অপরাধ বিষয়ে সংশোধিত আইন পাস হয়েছে। যা দেশটির অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।