ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে অস্ত্রের মুখে ৭ জনকে জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
ফ্রান্সে অস্ত্রের মুখে ৭ জনকে জিম্মি

ফ্রান্সে অস্ত্রের মুখে সাতজনকে এক বন্দুকাধারী জিম্মি করেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ঢাকা: ফ্রান্সে অস্ত্রের মুখে সাতজনকে এক বন্দুকাধারী জিম্মি করেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রাজধানী প্যারিসের দক্ষিণে ম্যাসেন বউলিভার্ড এলাকার একটি ট্রাভেল এজেন্সিতে ওই সাতজনেক জিম্মি করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ লোকজনকে ওই এলাকা ত্যাগ করে চলাচলের নির্দেশ দিয়েছে। বন্দুকধারীর হাতে একটি হ্যান্ডগান থাকার কথাও বলা হয়েছে।

প্রাথমিক এ ঘটনা কারণ বা বন্দুকধারীর মোটিভের বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।