ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী ফিলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কনজারভেটিভ প্রার্থী ফিলন

২০১৭ সালে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের কনজারভেটিভ পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন ফ্রাঙ্কোয়িস ফিলন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যালিয়ান জুপিকে পেছনে ফেলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন।

ঢাকা: ২০১৭ সালে অনুষ্ঠেয় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের কনজারভেটিভ পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন ফ্রাঙ্কোয়িস ফিলন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যালাইন জুপপিকে পেছনে ফেলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হন।

সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। দলটির ভোটারদের ৬৭ শতাংশ সমর্থন পেয়ে ফিলন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হয়েছেন।

প্রার্থী নির্বাচিত হওয়ার পর ফ্রাঙ্কোয়িস ফিলন আরও সুন্দর সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ফ্রান্স চায় সত্য এবং সে অনুযায়ী কাজ। ’

আগামী বছর এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সোস্যালিস্ট প্রার্থী ম্যারিনে লে পেনকে মোকাবেলা করবেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।