ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে জাতিগত সহিংসতায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
কঙ্গোতে জাতিগত সহিংসতায় নিহত ৩৪

আফ্রিকান দেশ কঙ্গোতে জাতিগত সহিংসতায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

ঢাকা: আফ্রিকান দেশ কঙ্গোতে জাতিগত সহিংসতায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

স্থানীয় দায়িত্বশীল কর্মক‌র্তা জয় বোকিলি জানান, লুহানগা গ্রামে জাতিগত দ্বন্দ্বে হুতু গোষ্ঠীর ওপর ন্যানডি মিলিশিয়া গ্রুপ হামলা চালালে ৩৪ জন নিহত হন।

ন্যানডি মিলিশিয়া গ্রুপের ওই হামলায় এক হামলাকারীরও নিহত হয়েছে বলে জানান তিনি।

প্রায় দুই দশক ধরে ন্যানডি ও হুতু জনগোষ্ঠীর মধ্যে ভূমি, জাতিগত উত্তেজনা এবং খনিজ সম্পদ নিয়ে বিরোধ চলে আসছে। এই সহিংসতা সেই বিরোধের অংশ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।