ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মণিপুরে ৩.৬ মাত্রার ‘আফটারশক’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
মণিপুরে ৩.৬ মাত্রার ‘আফটারশক’

ঢাকা: ৩.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে মণিপুরে, যা মূলত ‘আফটারশক’ হিসেবে পরিচিত। তবে এতে নতুন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



স্থানীয় সময় সোমবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় এ ‘আফটারশক’ অনভূত হয়।

এর আগে সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত ‍ হানে। যার কেন্দ্রস্থল ছিল মনিপুর রাজ্যের ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে তামেনলংয়ের নোনি গ্রামে।

ভূমিকম্পে সবশেষ খবর পর্যন্ত ৬ জন নিহত ও শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ