ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে দুই অস্ট্রেলীয় পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জানুয়ারি ২, ২০১৬
নিউজিল্যান্ডে দুই অস্ট্রেলীয় পর্বতারোহীর মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে আল্পস পর্বতমালায় আরোহণের সময় পড়ে গিয়ে দুই অস্ট্রেলীয় পবর্তারোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।



নিহতরা হলেন, স্টুয়ার্ট জ্যাসন হোলাওয়ে (৪২) ও তার সহযাত্রী ডেলে আমান্দা (৩৫)। দু’জনই পর্বতারোহনের জন্য গত এক মাস ধরে নিউজিল্যান্ডে অবস্থান করছিলেন।

নিহত জ্যাসন হোলাওয়ে একজন অভিজ্ঞ ও সুপরিচিত পর্বতারোহীদের গাইড বলে জানিয়েছে পুলিশ।

গত ২৯ ডিসেম্বর আল্পসের সিলবারহর্ন পর্বতের ৩ হাজার ৩৩০ মিটার উঁচু থেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি একই রশিতে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।

একই ঘটনায় গত ২৩ ডিসেম্বর নিকোলা অ্যানি অ্যাড্রিউ (২৯) নামে মেলবোর্নের এক পর্বতারোহী মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
টিআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।