ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের দশ শহরে ‘রেড অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ডিসেম্বর ২৪, ২০১৫
চীনের দশ শহরে ‘রেড অ্যালার্ট’

ঢাকা: প্রচণ্ড ধোঁয়া ও দূষণে বেইজিং ও তিয়ানজিনের পর এবার আরও দশ শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ সর্তকতা জারি করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) শিল্পনগরী তিয়ানজিনে ও গত ১৮ ডিসেম্বর বেইজিংয়ে দ্বিতীয় বারের মতো ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়। বেইজিংয়ে প্রথমবার সতর্কতা জারি করা হয় গত ৭ ডিসেম্বর।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে গেছে। এর মধ্যে পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের পুরো এলাকাজুড়ে সতর্কতার আওতায় রাখা হয়েছে। এই প্রদেশে প্রায় সাড়ে নয় কোটি মানুষের বাস। এই প্রথম চীনে কোনো প্রদেশের পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হলো।

আবহাওয়া অধিদফতর বলছে, ধোঁয়াশায় এবার ২.৫ মাইক্রোমিটারের কণার (পিএম-২.৫) ঘণত্ব প্রতি ঘণমিটারে ৭২৭ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যাবে। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে প্রায় ৩০ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রতি ঘণমিটারে এ ধরনের কণার পরিমাণ সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম পর্যন্ত জনস্বাস্থ্যের জন্য নিরাপদ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।