ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোর নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, ডিসেম্বর ৪, ২০১৫
কায়রোর নাইটক্লাবে বোমা হামলায় নিহত ১৮

ঢাকা: মিশরের রাজধানী কায়রোর একটি নাইটক্লাবে পেট্রোল বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৮ জন। এ হামলায় আরও পাঁচজন দগ্ধ হয়েছেন।


শুক্রবার (৪ ডিসেম্বর) দেশটির আগুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

মিশরের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ওই নাইট ক্লাবের বহিষ্কৃত কর্মচারী।

রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি বিদ্রোহ ঘোষণার পর থেকে ইসলামী জঙ্গিরা মিশরের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে। বিশেষত নিরাপত্তা বাহিনীর উপর।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫ আপডেট সময়: ১৪৪৪ ঘণ্টা.
এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।