ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দ. আফ্রিকায় জলহস্তীর আক্রমণে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ৩, ২০১৫
দ. আফ্রিকায় জলহস্তীর আক্রমণে ৩ জনের মৃত্যু

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সর্বোত্তরের প্রদেশ লিম্পোপোতে জলহস্তীর আক্রমণে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক শিশু।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে লিম্পোপো’র মুজিনা শহরের একটি সেতুর নিচে তারা এ আক্রমণের শিকার হন।

স্থানীয় প্রশাসন জানায়, আক্রান্ত হয়ে শিশুটি চিৎকার করছিল। তখন স্থানীয়রা জরুরি উদ্ধারকারী বাহিনীকে খবর দেয়। তারা এসে তিন প্রাপ্ত বয়স্ক লোক ও শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।

এরপর তাদের মুজিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাপ্তবয়স্ক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে, চিকিৎসা চলছে শিশুটির।

কীভাবে তারা আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।