ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৫, জুলাই ২, ২০১৫
মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২১জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭জন।



বুধবার (০১ জুলাই) খান্দোয়ার মাখান এলাকার ছুটি ছাগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খান্দোয়া জেলা পুলিশ সুপার এমএস শিখওয়ার বলেন, রাজ্যের ইন্দোর জেলা শহর থেকে ৩৮যাত্রী নিয়ে খান্দোয়ার দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।