ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের ছাদে পরিবেশবাদীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, জুন ২৫, ২০১৫
নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের ছাদে পরিবেশবাদীদের বিক্ষোভ ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ব্যূহ ভেদ করে নিউজিল্যান্ডে পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভ করছেন চার পরিবেশবাদী।

গ্রিনপিস কর্মীরা স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ছাদের কার্নিসে বসে বিক্ষোভ করছিলেন। এসময় একটি ব্যানারও টাঙানো হয় সেখানে। এতে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ব্যানার ছাড়াও ছিল সৌরকোষ।

নিরাপত্তা রক্ষিরা জানিয়েছেন, দড়ি বেয়ে বিক্ষোভকারী পরিবেশবাদীরা পার্লামেন্ট ভবনের ছাদে উঠেছেন। তবে তাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে নামানো হবে না। প্রতিবাদকারীদের নিজেদেরকেই সেখান থেকে নেমে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।