ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ জোরদার হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ জোরদার হচ্ছে

সানা: উপসাগরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে এক অকার্যকর বৈঠকের পর সোমবার ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ আরো জোরদার হয়েছে। এবং শেষ রাতের বৈঠক সহিংতায় রুপ নেয়।

খবর এএফপির

এএফপির একজন সংবাদদাতা জানান, রাতভর সংঘষের পর সোমবার  রাজধানী সানার মহাসড়কগুলো শান্ত হয়ে পড়ে।

রোববার বিকেলে হাজার হাজার নারী পুরুষ প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।

নিরাপত্তা বাহিনী তাদের উপর গুলি ছোড়ে, টিয়ার গাস নিক্ষেপ করে এবং গ্রেনেড হামলা চালিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে চাইলে কমপক্ষে ৩০ জন আহত হয় এবং এক হাজারেরও বেশি লোক শ্বাসকষ্টের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে।

রিয়াদে উপসাগরীয় পরিষদের সঙ্গে এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ আল সাবির যিনি বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন, বলেন আমরা বৈঠকে সালেহর পদত্যাগের বিষয়টি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি।     

প্রেসিডেন্টের কার্যালয় থেকে গত সপ্তাহে বলা হয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার কোন আপত্তি নেই।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ১৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।