ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, নভেম্বর ২১, ২০১৪
জিম্বাবুয়েতে স্টেডিয়ামে পদপিষ্টে নিহত ১১

ঢাকা: জিম্বাবুয়ের একটি স্টেডিয়ামে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন পূণ্যার্থী।



শুক্রবার (২১ নভেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় খনির শহর কুবেকবের ওই স্টেডিয়ামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা শাদরেক মুবাইবা বলেন, ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর পূণ্যার্থীরা ফিরে যেতে শুরু করলে প্রবল ভিড়ের কারণে পদদলিত হয়ে চার জন ঘটনাস্থলেই মারা যান।

আহত আরও ডজনখানেক পূণ্যার্থীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হলে সাতজনের মৃত্যু হয়।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মুবাইবা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।