ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ভারত, পাকিস্তান সফরে আসছেন ওয়েন জিয়াবাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
ভারত, পাকিস্তান সফরে আসছেন ওয়েন জিয়াবাও

বেইজিং: দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের লক্ষ্যে আগামী ১৫-১৯ ডিসেম্বর ভারত ও পাকিস্তান সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। একজন উর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।



চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রোববার, পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ এর বরাত দিয়ে জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জিয়াবাওকে তাদের দেশ
সফরের আমন্ত্রণ জানান।

ওয়েন উভয় দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলে জিয়াং জানান। ওয়েন সফরের সময় ভারত এবং চীনের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি পাকিস্তানে একটি বাণিজ্য সম্মেলনে  অংশ নেবেন।

জিয়াং বলেন, প্রধানমন্ত্রীর এ সফর ভারত, পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও আঞ্চলিক শান্তি রক্ষা, উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।