ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ছাই উদগিরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০
ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ছাই উদগিরণ

জাকার্তা: ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরি থেকে শনিবার অল্প মাত্রায় অগ্ন্যুৎপাত হয়েছে। এসময় জাভার পূর্বাঞ্চলের এ আগ্নেয়গিরি থেকে আকাশে ছাই উদগিরিত হয়।



আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মাউন্ট ব্রোমোতে এ মাসের প্রথম দিক থেকে গুড় গুড় শব্দ শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে বিপদের মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেেিত সরকার থেকে মঙ্গলবার এ এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়।

আগ্নেয়গিরি বিশারদ অ্যাগুস বুদিয়ান্তো বলেন, ‘ব্রোমো থেকে আজ সকালে আকাশের ৭০০ মিটার উচ্চতায় ধূসর ছাই উদগিরিত হয়। এটি ছিলো নিম্ন মাত্রার অগ্ন্যুৎপাত । ’

তবে শুক্রবার বিকালে আগ্নেয়গিরিটি থেকে ৫০০ মিটার উচ্চতায় ছাই উদগিরিত হয়।

বুদিয়ান্তো বলেন, ‘এতে কেউ আহত হননি এবং এখন স্থানটি খালি করারও কোনো প্রয়োজন নেই। ব্রোমো থেকে আর কোনো উদগিরণ হবে না বলেই আমরা আশা করছি। ’

২০০৪ সালে ব্রোমোতে শেষবারের মত অগ্ন্যুৎপাত হয় এবং দু’জনের মৃত্যু হয়।

এদিকে গত মাসের শেষের দিকে দেশটির অপর আরেকটি আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। দেশটির সবচেয়ে সক্রিয় এ আগ্নেয়গিরির উদগিরণে সেসময় ৩২০ জনের মৃত্যু হয়।

তবে মাউন্ট মেরাপির মত ব্রোমোর চারপাশের গ্রামাঞ্চল এতটা ঘনবসতিপূর্ণ নয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।