দেশপ্রেমের ছবি প্রতিযোগিতার নামে রাশিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের ফন্দি এঁটেছে ইউক্রেনের গুপ্তচর সংস্থাগুলো যার কারণে এ বিষয়ে সতর্কতা জারি করেছেন রাশিয়ার কর্মকর্তারা।
৭ জুন সোমবার এক বিবৃতি জারি করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি।
এফএসবি দেখতে পেয়েছে, একটি প্রতিযোগিতায় আয়োজকরা সেতু, রেলওয়ে জংশন এবং শিল্পকারখানার হাই-রেজল্যুশন ছবি তুলে পাঠাতে অনুরোধ করেছে। রুশ কর্মকর্তারা বলেছেন, প্রতিযোগিতার নামে আসলে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পরিকল্পনা ছিল। কথা ছিল, একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে ওইসব তথ্য পাচার করা হবে।
রাশিয়ান মিডিয়া আউটলেটগুলো এমনই প্রতিযোগিতার একটি অনলাইন পোস্ট চিহ্নিত করেছে যা বিপদ ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিযোগিতাটি সন্দেহজনক বলার কারণ, আয়োজকরা বিস্তারিত নিয়ম প্রকাশ করেনি। ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করার জন্য আনুষ্ঠানিক সম্মতিও তাদের ছিল না। রাশিয়ান আইন অনুসারে দুটি বিষয়ই প্রয়োজনীয়।
ল্যাপশা মিডিয়া নামে মিথ্যা তথ্য ঠেকানোর একটি গোষ্ঠী অভিযোগ করেছে, দেশপ্রেমের ছবির ভুয়া প্রতিযোগিতাটি সম্ভবত ইউক্রেনীয় গোয়েন্দাদের পরিকল্পনা। এমন সন্দেহের কারণ, রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে বিভিন্ন অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।
মে মাসের শেষের দিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হলে সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। তদন্তকারীরা বলেছেন, বিস্ফোরক ডিভাইসের সাহায্যে অঘটনটি ঘটানো হয়েছে। এটি ছিল রাশিয়ান অঞ্চলে ইউক্রেনীয় ধারাবাহিক অভিযানের অংশ।
ওই মাসে এফএসবি আরও জানায়, রাশিয়ান স্কুলছাত্রীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছিল ইউক্রেনীয় সামরিক গোয়েন্দারা। এফএসবি সেই তৎপরতা ঠেকিয়েছে। সংস্থাটির অভিযোগ, শেয়ারড ডেটাবেজে স্কুল প্রশাসকদের ধোঁকা দিতে ইউক্রেনীয়রা ফিশিং স্কিম ব্যবহার করেছিল। এফএসবি-র দাবি, রুশ শিশুদেরকে ইউক্রেনের গোয়েন্দা হিসেবে নিয়োগের জন্য ওইসব তথ্য সংগ্রহ করতে চেয়েছিল ইউক্রেন।
এমএইচডি/এমএম