লাস ভেগাসের এক ব্যবসা প্রতিষ্ঠানের কন্টেইনার থেকে এক জন ফ্রিল্যান্স সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি লাস ভেগাসের পরিচিত মুখ ফ্রিল্যান্স সাংবাদিক ম্যাথিউ কেলেমেন (৫৬)-এর বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২০ মে একটি সন্দেহ জনক দুর্গন্ধযুক্ত কিছুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কেলেমেনের মরদেহ খুঁজে পান তারা। কীভাবে এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এই মামলায় কেলেমেনের ৬৩ বছর বয়সী রুমমেটকে প্রধান সন্দেহভাজন হিসেবে ভাবা হচ্ছে। তবে সেই ব্যক্তি সম্প্রতি ইউটাহয় উচ্চগতিতে গাড়ি চালিয়ে হাইওয়ে পেট্রোল পুলিশের কাছ থেকে পালানোর সময় মারা যান। যদিও পুলিশ জানিয়েছে, ওই ধাওয়ার ঘটনা কেলেমেনের মৃত্যুর তদন্তের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না।
কেলেমেনের বোন মিকি জাফেরাটোস জানান, তার ভাই তার রুমমেটকে "অস্বাভাবিক" বলে বর্ণনা করতেন এবং তার সঙ্গে একসাথে বসবাসে অস্বস্তি বোধ করতেন।
ম্যাথিউ কেলেমেন ছিলেন লাস ভেগাস মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ। ২০০৩ সালে শহরটিতে আসার পর নাইন ফোরটি-ফোর ও সিটি লাইফ ম্যাগাজিনে ছিলেন স্টাফ রাইটার হিসেবে কাজ করয়েছেন। তিনি প্রায় দুই দশক ধরে স্থানীয় নানা প্রকাশনায় ফিচার, প্রোফাইল ও চলচ্চিত্র-সংক্রান্ত লেখা লিখতেন। লাস ভেগাস উইকলি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন।
তার সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন ছিল গায়ক ডনি অসমন্ডের স্ট্রিপ রেসিডেন্সি নিয়ে, যা কয়েক দিন আগেই লাস ভেগাস ম্যাগাজিনে-এ প্রকাশিত হয়েছিল।
সূত্র: টামস অব ইন্ডিয়া
এমএম