ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ক্লিনিক ক্ষতিগ্রস্ত, একজন নিহত

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, মে ১৮, ২০২৫
যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ক্লিনিক ক্ষতিগ্রস্ত, একজন নিহত ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে একটি প্রজনন স্বাস্থ্য কেন্দ্রের কাছে বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছু ভবনের অবস্থা গুরুতর।  

শহরটির মেয়র রন ডিহার্ট বিস্ফোরণে খবর নিশ্চিত করেছে। নগরের পুলিশ প্রধান অ্যান্ডি মিলস জানান, বিস্ফোরণটি ‘ইচ্ছাকৃত সহিংসতার ঘটনা’ বলে মনে হচ্ছে।

অ্যান্ডি মিলসের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে একজন নিহত হয়েছে, নিহতের পরিচয় জানা যায়নি। একটি মার্কিন সংবাদ সংস্থা জানায়, ক্লিনিকের বাইরে পার্ক করা একটি গাড়িতে বা গাড়িটির কাছে বোমাটি পাতা ছিল।  

পাম স্প্রিংসের অগ্নিনির্বাপন কর্মীদের প্রধান পল আলভারাডো জানান, এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১১ টার দিকে নর্থ ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ এবং ইস্ট তাচেভা ড্রাইভের কাছে বিস্ফোরণটি ঘটে। স্থানীয় তদন্তে সহায়তা করার জন্য এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোর ফেডারেল এজেন্টদের পাঠানো হয়। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

দিন শেষে এক ব্রিফিংয়ে, এফবিআই বিস্ফোরণটিকে ‘ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করে। সংস্থাটি নিশ্চিত করে, ফার্টিলিটি ক্লিনিকটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়। তারা কীভাবে এমন সিদ্ধান্তে পৌঁছায় তা প্রকাশ করেনি। ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক আকিল ডেভিস জানান, আইন প্রয়োগকারীরা একজন ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি আরও যোগ করেন, নিহত ব্যক্তি বিস্ফোরিত গাড়িটির কাছেই ছিল।

বিস্ফোরণে আমেরিকান রিপ্রোডাক্টিভ সেন্টার নামের ওই ক্লিনিকটি ক্ষতিগ্রস্ত হয়। ফার্টিলিটি ক্লিনিকটির পরিচালক ডা. মাহের আবদুল্লাহ। তিনি সংবাদ মাধ্যমকে জানান, তার অফিসের জায়গা ক্ষতিগ্রস্ত হলেও, ইন-ভিট্রো ফার্টিলাইজেশন ল্যাব এবং সেখানে সংরক্ষিত ভ্রূণগুলোর ক্ষতি হয়নি। ক্লিনিকের সমস্ত কর্মী বিস্ফোরণ থেকে নিরাপদে আছে এবং তাদের সবার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার দিন কোনো রোগীও ক্লিনিকে আসেনি বলে মাহের জানান।

সান্তা মনিকার বাসিন্দা ৩৭ বছর বয়সী নিমা তাবরিজি জানান, তিনি একটি ভবনে থাকা অবস্থায় কম্পন অনুভব করেন। এরপর তিনি বাইরে এসে বিশাল ধোঁয়া দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে তিনি মানুষের দেহাবশেষ দেখেন বলে সংবাদমাধ্যমকে জানান।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।