ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নৌকাডুবিতে ৫৭ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, এপ্রিল ২৬, ২০২৩
লিবিয়ায় নৌকাডুবিতে ৫৭ মরদেহ উদ্ধার

পশ্চিম লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে ভিন্ন দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অন্তত ৫৭টি মরদেহ উপকূলে ভেসে এসেছে।

স্থানীয় এক উপকূলরক্ষী ও এক সাহায্যকর্মীর বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় বেঁচে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটি নৌকায় প্রায় ৮০ জন যাত্রী ছিল।

উপকূলরক্ষী কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানিয়েছেন, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে একটি শিশুসহ ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের সবাই পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক।

ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার একজন রেড ক্রিসেন্ট সহায়তা কর্মী বলেছেন, পাঁচ দিন আগে লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ গত সোমবার ১১টি মরদেহ উদ্ধার করা হয়। সেগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রেড ক্রিসেন্ট ফেসবুকে নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।