ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের 

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, মে ২৩, ২০২৫
ইইউ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের  ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

আগামী ১ জুন থেকে ইইউ সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছেন তিনি।

তার এই ঘোষণা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আমাদের আলোচনাগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে না

এর আগে ট্রাম্প ২০ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছিলেন, যা আলোচনার সুযোগ রাখতে সাময়িকভাবে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। তবে এখন সেই হার এক লাফে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৫০ শতাংশে নেওয়ার ঘোষণা আসলো।

শুধু ইউরোপ নয়, অ্যাপলকেও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া আইফোনে কমপক্ষে ২৫% শুল্ক দিতে হবে। তার দাবি, অ্যাপলকে তাদের সব ডিভাইস আমেরিকার মাটিতেই তৈরি করতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি অ্যাপল তাদের উৎপাদন কার্যক্রম চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামে স্থানান্তর করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণাগুলো আপাতত হুমকির পর্যায়ে থাকলেও, এগুলো কৌশলগত চাপ সৃষ্টির অংশ হতে পারে। তবে এরই মধ্যে শেয়ারবাজারে প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্টক ইনডেক্সগুলো নিচে নেমে গেছে, আর অ্যাপলের শেয়ার মূল্য ২ শতাংশের বেশি কমে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ইইউ শান্ত থেকেই পরিস্থিতি মোকাবেলা করবে এবং চাপের কাছে সহজে নতি স্বীকার করবে না। ইউরোপীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই ধরনের শুল্কের কারণে মার্কিন ক্রেতাদের জন্য পণ্যের দাম অনেক বেড়ে যাবে, যা উভয় পক্ষের জন্যই ক্ষতিকর হতে পারে।

তবে সব বিশ্লেষকই মনে করেন না যে সম্পর্কের চূড়ান্ত অবনতি হবে। বরং উভয় পক্ষের স্বার্থে একটা সমঝোতা এখনও সম্ভব, কারণ ট্রাম্পের হুমকির বাস্তবায়ন হলে তা দুই পক্ষেরই অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।