ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অতিরিক্ত মদ্যপানে ইউক্রেনে রাশিয়ার অনেক সৈন্য প্রাণ হারিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
অতিরিক্ত মদ্যপানে ইউক্রেনে রাশিয়ার অনেক সৈন্য প্রাণ হারিয়েছে

অতিরিক্ত মদ্যপানের কারণে ইউক্রেনে রাশিয়ার অনেক সৈন্যের মৃত্যু ঘটেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ নিয়ে তাদের প্রতিদিনকার হালনাগাদে এই তথ্য জানিয়েছে।

 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে রাশিয়ার দুই লাখ সৈন্য হতাহত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য যুদ্ধ-বহির্ভূত কারণে প্রাণ হারিয়েছে।

রাশিয়ার সৈন্যদের মদ্যপানের সঙ্গে যুক্ত অপরাধ ও মৃত্যুর সংখ্যা নিয়ে রাশিয়ার টেলিগ্রামভিত্তিক একটি নিউজ চ্যানেলের প্রতিবেদনের তথ্য হালনাগাদে যুক্ত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ইউক্রেন বলছে, রোববার সকালে পূর্ব ইউক্রেনের কোস্তিআন্তিনিভকায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ছয় বেসামরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।