ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনের সঙ্গে সম্পর্ক গড়তে চায় হন্ডুরাস, বন্ধু হারানোর ঝুঁকিতে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
চীনের সঙ্গে সম্পর্ক গড়তে চায় হন্ডুরাস, বন্ধু হারানোর ঝুঁকিতে তাইওয়ান

চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় সেন্ট্রাল আমেরিকান রাষ্ট্র হন্ডুরাস। আর এতে তাইওয়ান নিজের মিত্রদের একটিকে হারানোর ঝুঁকিতে পড়েছে।

  

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো বলেছেন, তাদের লক্ষ্য বৈদেশিক সম্পর্ক বাড়ানো। আর তাইওয়ান হন্ডুরাসকে চীনের ফাঁদে পড়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
 
দীর্ঘ সময় ধরে চীন বন্ধুদের কাছ থেকে তাইওয়ানকে সরাতে চাইছে। তাইওয়ানকে চীন নিজেদের ভূখণ্ড বলেই মনে করে। চীন নিজেদের অংশীদার দেশগুলোকে তাইওয়ানের সঙ্গে সম্পর্কে জড়াতে নিষেধ করে থাকে।  

হন্ডুরাস যদি চীনের দিকে ঝুঁকে পড়ে তবে তাইওয়ান একটি কমে ১৩টি রাষ্ট্রের সরকারের সমর্থনে থাকবে।  

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হন্ডুরাসের নেতার বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছে, চীন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়তে ইচ্ছুক।  

চীনে গোটা বিশ্বে তার প্রভাব বাড়াতে চাইছে। শূন্য কোভিড নীতি থেকে সরে গিয়ে দেশটির অর্থনীতি যখন ভালো অবস্থানের দিকে যাচ্ছে, তখন ফের ক্ষমতায় বসলেন শি জিনপিং।  

২০১৬ সালের পর থেকে তাইওয়ান আটটি কূটনৈতিক মিত্রকে হারিয়েছে তাইওয়ান।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।