ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা ভাষার প্রথম ব্রাউজার ‌‘দুরন্ত’ নিয়ে এলো রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ২৩, ২০২১
বাংলা ভাষার প্রথম ব্রাউজার ‌‘দুরন্ত’ নিয়ে এলো রবি

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ‘দুরন্ত’ নামে একটি বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার নিয়ে এসেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। লাইভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে অংশীদারির মাধ্যমে এ সেবা চালু করলো অপারেটরটি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে রবি জানায়, দুরন্ত হচ্ছে বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশি ব্রাউজার যেখানে লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা, তথ্য ও বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে।

ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডেটা ব্যবহার করে চালানো যায়, অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুত গতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়। বাংলা ভাষাকেন্দ্রিক দুরন্ত ব্রাউজারটি মোবাইলের মাধ্যমেই ব্যবহার করা যাবে।

গুগল প্লে-স্টোর, অথবা এ লিংক থেকে https://duronto.com.bd/  ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ