ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

শাবিপ্রবিতে প্রথম সোশ্যাল ইন্টার‌্যাকশন রোবট প্রদর্শিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
শাবিপ্রবিতে প্রথম সোশ্যাল ইন্টার‌্যাকশন রোবট প্রদর্শিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রদর্শিত হয়েছে দেশে নির্মিত সোশ্যাল ইন্টার‌্যাকশন রোবট। রোবো সাস্টের ১১ জন সদস্য প্রায় এক মাসের প্রচেষ্টায় ‘রিবো’ নামে রোবটটি তৈরি করেন।



সোমবার (০৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের একটি কক্ষে এ প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রোবট নির্মাণ ও গবেষণা বিষয়ক সংগঠন রোবো সাস্ট।
 
রোবো সাস্টের সদস্যরা জানান, রোবটটি বাংলা কথা বলতে পারে। হাত মেলানো, চোখ ও চোখের ভ্রু নাড়ানো, হাত উপর-নিচ ও নাচতে পারে রোবটটি। এছাড়াও একে ডাকলে সাড়া দেয়।
 
রোবটটিকে ভবিষ্যতে আরও আধুনিক করা হবে বলে জানান রোবো সাস্টের সদস্যরা।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীদেরকে উৎসাহ দিলে ভবিষ্যতে এ ধরনের কাজে তাদের আগ্রহ আরও বাড়বে।

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির আর্থিক সহায়তায় এক লাখ টাকা ব্যয়ে রোবটটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।