ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ভারত

এখনও কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, আগস্ট ২৮, ২০২০
এখনও কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

কলকাতা: এখনও গভীর কোমায় আচ্ছন্ন আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। লাইফ সাপোর্টেই রাখা হয়েছে তাকে।

যদিও তিনি ‘হিমোডায়নামিক্যালি স্থিতিশীল’ আছেন বলে শুক্রবার (২৮ আগস্ট) দিল্লির সেনা হাসপাতাল থেকে জানানো হয়েছে।

রোগীর রক্ত সরবরাহের মাপকাঠি, রক্তচাপ এবং হৃৎযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করলে ডাক্তারি ভাষায় তাকে হিমোডায়নামিক্যালি স্থিতিশীল বলা হয়।

গত বুধবার সেনা হাসপাতাল জানিয়েছিল, সাবেক রাষ্ট্রপতির ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে। সেদিন হাসপাতালের তরফে বলা হয় আগের দিনের তুলনায় তার মূত্রাশয় সংক্রান্ত মাপকাঠির সামান্য অবনতি হয়েছে।

সেগুলোরই একইসঙ্গে চিকিৎসা চলছে। প্রতিনিয়ত বিশেষজ্ঞ ডাক্তারদের দল ৮৪ বছরের এই ভারতরত্নকে পর্যবেক্ষণে রেখেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

গত ১০ আগস্ট দিল্লির ক্যান্টনমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় ধরা পড়ে প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। একই সাথে তার করোনা ভাইরাস রিপোর্টও পজিটিভ আসে।

সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকে তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তারপর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে প্রণব মুখোপাধ্যায়কে।

কার্যত দীর্ঘ ১৮ দিন ধরে নিজের সঙ্গে নিজেই লড়াই করছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।