ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ভারত

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, জুলাই ৩১, ২০১৯
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

কলকাতা: দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারতীয় বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্রটির নাম আর-২৭ এবং চুক্তির পরিমাণ এক হাজার ৫০০ কোটি রুপি। রাশিয়া থেকে কেনা এ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই-র সঙ্গে। 

ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য চার মিটার। ব্যাস শূন্য দশমিক ২৩ মিটার, ডানার পরিসর শূন্য দশমিক ৭৭ মিটার ও ওজন ২৫৩ কিলোগ্রাম।

ক্ষেপণাস্ত্রটিকে ২৫ কিলোমিটার উচ্চতা থেকেও নির্ভুল নিক্ষেপ করা সম্ভব। এর পাল্লা ৬০ কিলোমিটার পর্যন্ত। স্বয়ংক্রিয় ছাড়াও বহু অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এ ক্ষেপণাস্ত্রটিতে। প্রতিকূল আবহাওয়াতে যেকোনো সময় আকাশপথে নিশানায় নিখুঁত আঘাত হানতে সক্ষম আর-২৭ ক্ষেপণাস্ত্র।

আর-২৭ ক্ষেপণাস্ত্র ছাড়া স্পাইস-২০০০ ও স্ট্রাম আটাকা এটিজিএম কেনার জন্যও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। সব মিলিয়ে অংকের পরিমাণ সাত হাজার ৬০০ কোটি রুপি। এর ফলে, আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে ভারতের। সরকারি এক বিবৃতে একথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ভিএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।