ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ভারত

নিম্নচাপ কমলেই ডেঙ্গুমুক্ত শীত!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
নিম্নচাপ কমলেই ডেঙ্গুমুক্ত শীত! টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতাবাসী-ছবি-বাংলানিউজ

কলকাতা: ভারতের ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে কলকাতায় গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে। 

নিম্নচাপের ফলে গত মঙ্গলবার রাত থেকে কলকাতার পাশাপাশি বর্ধমান, হুগলী, নদিয়াসহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে।  

বৃষ্টি কমলেই রাজ্যে শীত পড়বে।

কলকাতা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই হালকা শীত অনুভূত হতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে।  

রাজ্যে ডেঙ্গুর উপদ্রব কমাতে জাঁকিয়ে শীত আসাটা খুবই জরুরি হয়ে পড়েছে। তাপমাত্রা ১৬ এর নিচে নামলেই ডেঙ্গু মশার বংশবৃদ্ধি কমবে বলে জানিয়েছে কলকাতার সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকেরা। রাজ্যে এখন পর্যন্ত ২শ’র বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।

আবহাওয়ার উন্নতি হলে ডেঙ্গুর উপদ্রব থেকে মুক্তি পেয়ে খুব শীঘ্রই শীতের আমেজ পেতে পারে বলে আশা করছে কলকাতাবাসী।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।