ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ভারত

কলকাতায় উদযাপিত হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
কলকাতায় উদযাপিত হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী

কলকাতা: যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর (মোহনদাস করমচাঁদ গান্ধী) ১৪৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে।

পশ্চিমবঙ্গসহ ভারতের সব কটি রাজ্যে সরকারি-বেসরকারি অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপন হয়।

এসব অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবন এবং তার দর্শন নিয়ে আলোচনা করা হয়।

রোববার (০২ অক্টোবর) মহান এ নেতার জন্মবার্ষিকীতে দিল্লির ‘রাজঘাটে’ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক ভাষণে বলেন, মহাত্মা গান্ধীর দর্শনই ভারতের দর্শন হিসেবে মেনে চলা হয়।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধা নিবেদন করেন।

একই সঙ্গে শ্রদ্ধা জানান, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সিনিয়র বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
ভিএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।