ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

স্বর্ণের আশা দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
স্বর্ণের আশা দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা

ইসলামিক সলিডারেটি গেমসে আর্চারিতে স্বর্ণ জেতার দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (মঙ্গলবার) স্বাগতিক তুরস্কের মেয়েদের বিপক্ষে কম্পাউন্ড আর্চারিতে ফাইনাল খেলবে তারা।

এই লড়াইয়ে জিততে পারলেই স্বর্ণ নিজেদের করে নেবে রোকসানা খাতুনরা।  

অনেকদিন ধরেই বাংলাদেশের সম্ভাবনাময় খেলাগুলোর একটি আর্চারি। গত কমনওয়েলথ গেমসে আর্চারি ছিল না, বাংলাদেশকেও ফিরতে হয় শূন্য হাতে। এবার ইসলামিক সলিডারেটি গেমসে স্বর্ণ জেতার দ্বারপ্রান্তে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।  
 
কোনিয়ায় অনুষ্ঠিত এবারের গেমসে মেয়েদের আর্চারিত অংশ নেয় দশটি দল। এর মধ্যে আটটিই তিনজনের দল করতে পারেনি। তাই তুরস্কের বিপক্ষে সরাসরি পদক নিষ্পত্তির লড়াইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। থাকবে না কোনো ব্রোঞ্জ পদকও। বাংলাদেশের হয়ে ফাইনালে লড়বেন রোকসানা আক্তার, শ্যামলি রায় ও পুষ্পিতা জামান।  

এদিকে আজ গেমসে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন দুই শ্যুটার। এদের মধ্যে ৩৪ জনের মধ্যে ১০৬ পয়েন্ট নিয়ে নূর উদ্দিন সেলিম ৩০তম হয়েছেন। এক পয়েন্ট কম নিয়ে ৩২তম হয়েছেন সাব্বির হোসেন।

সাঁতারে নিজের সেরা টাইমিং করেও হিটে বাদ পড়েছেন আসিফ রেজা। ফ্রি স্টাইল সুইমিংয়ে ৩৪.৬১ ইভেন্ট সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি।

বাংলাদেশ সময় : ২০৫০, আগস্ট ১৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।