ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

টোকিও অলিম্পিক: শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
টোকিও অলিম্পিক: শেষ আটে জোকোভিচ

স্পেনের আলেহান্দ্রো ডাভিডোভিচ ফোকিনাকে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন নোভাক জোকোভিচ।

এরই ফলে ক্যারিয়ারের অপ্রাপ্তি ঘোচাতে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন সার্বিয়ান তারকা।

কেননা অলিম্পিকে কখনও সোনা জেতা হয়নি কদিন আগে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।

ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতা নোভাক জোকোভিচের লক্ষ্য এবার গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম জেতা। অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি যিনি অলিম্পিকেও সোনা জেতেন, তার ওই অর্জনকে গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম বলা হয়।

গোল্ডেন গ্র্যান্ড স্ল্যামের অর্জন আছেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। অন্য চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের মতো জোকোভিচের অর্জনের ভাঁড়ারেও এই কৃতিত্ব নেই। সেই আক্ষেপ ঘোচাতেই এসেছেন এবার।

সে লক্ষ্যে আগামীকাল কেই নিশিকোরির বিপক্ষে শেষ আটে লড়বেন জোকোভিচ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।