ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

খেলা

লোকমান হোসেনকে প্রাণনাশের হুমকি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, আগস্ট ১৭, ২০১০

ঢাকা: মোহামেডান স্পোর্টিং কাবের সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার কে বা কারা তাকে ফোনে এ হুমকি দেয়।



এ বিষয়ে লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,‘‘ফোনে আমাকে কে বা কারা প্রাণনাশের হুমকি দিয়েছে। এ বিষয়ে মতিঝিল থানায় একটি জিডি (নং ১৬৩০) করেছি। ’’

আহ্বায়কের পদ মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ ও নতুন আহ্বায়ক নির্বাচন করা নিয়ে সরগরম দেশের ঐতিহ্যবাহী কাবটি। এ নিয়ে মতিঝিল কাব পাড়ায় মঙ্গলবার থেকেই ছিল উত্তেজনার আমেজ।

এদিকে বুধবার বিকেল তিনটায় মোহামেডানের আহ্বায়ক কমিটির বৈঠক হবে। যেখানে ফালুর পদত্যাগ পত্র গ্রহণ এবং নতুন আহ্বায়ক মনোনয়নের বিষয় ছাড়াও কাবের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

মোহাডেমানের শীর্ষ পদে আসার ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদের নাম আসছে গণমাধ্যমগুলোতে।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘন্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।