ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

খেলা

প্রথম গোলের বুট স্মারক হিসেবে রাখছে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

কেপটাউন: বিশ্বকাপে সিফিউয়ে শাবালালার দেওয়া প্রথম গোলটিকে কিছুতেই ভুলতে পারবে না দক্ষিণ আফ্রিকার মানুষ। ওই গোলকে মনে রাখার জন্যই শাবালালার বুট জোড়া স্মারক হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার সকার অ্যাসোসিয়েশন (এসএএফএ)।



তাদের মতে, দক্ষিণ আফ্রিকার ফুটবলের জন্য ‘ঐতিহাসিক সৌধ’ হিসেবে গণ্য হবে ওই বুট। তাই সেটিকে  প্রদর্শনের জন্য সংরক্ষণ করবে ২০১০ বিশ্বকাপ আয়োজকরা।

মঙ্গলবার এসএএফএ’র প্রধান নির্বাহী লেসলি সেদিবে দেশটির সংসদীয় কমিটিকে বলেছেন বুটজোড়া  জোহানেসবার্গের এসএএফএ’র সদর দপ্তরে প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন।

সকার সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শাবালালা স্বাগতিকরদের জন্য স্মরণীয় ওই গোলটি উপহার দিয়েছিলেন। তার গোলে খেলায় এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে মেক্সিকো পরে গোল পরিশোধ করায় ১-১ এ ড্র হয় ম্যাচটি।

কিন্তু আফ্রিকা বিশ্বকাপের প্রথম গোল হিসেবে রেকর্ডের পাতায় ঠাঁই নেন শাবালালা।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘন্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।