সিলেট: শুরু হচ্ছে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৪টি দল।
শুক্রবার (১৫ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নের টিপু মজুমদার প্রেসবক্সে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, আগামী শনিবার (১৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও জকিগঞ্জ উপজেলা ফুটবল দল।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আরেক সদস্য শাহাজ উদ্দিন টিপু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলার ১৩টি উপজেলা ও সিলেট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল এবারের জেলা প্রশাসক গোল্ডকাপে অংশ নিচ্ছে। এবারের আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে-‘ইমোশনস ইন ফুটবল’।
দর্শকদের জন্য খেলা দেখার কোনো টিকিটের প্রয়োজন নেই। সিলেট জেলা স্টেডিয়ামের গেট দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক ইয়াহিয়া ফজল, ছাত্র প্রতিনিধি ওয়াহেদ উমায়েদসহ অন্যান্য কর্মকর্তারা।
এনইউ/এসআইএস