‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন’- এই স্লোগানকে সামনে রেখে আজ (১৩ ডিসেম্বর) দেশব্যাপী ক্রীড়া র্যালি আয়োজিত হয়েছে। দেশের প্রায় ৬৪ জেলাতেই ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ ব্যানারে র্যালি হয়েছে।
ঢাকায় সকাল ১১টায় শুরু হয় র্যালি। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন ক্রীড়া র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঢাকা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে স্টেডিয়াম এলাকা ও পল্টন প্রেসক্লাব ঘুরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এসে এই র্যালি শেষ হয়। ঢাকায় হওয়া র্যালিতে অংশ নিয়েছে দেশের শীর্ষ স্থানীয় ফেডারেশনের নানা স্তরের কর্মকর্তা এবং সাবেক-বর্তমান ক্রীড়াবিদ।
মহান বিজয় দিবস সামনে রেখে আগামীতে শেখ হাসিনার দর্শন স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার লক্ষ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই ক্রীড়া র্যালির আয়োজন। র্যালি শেষে তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘আজ যে র্যালি হলো, এটা শুধু ঢাকাতেই নয় দেশের ৬৪টি জেলায় একযোগে হয়েছে। আমরা প্রায় ৪০টি জায়গাতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি এবং এই আয়োজনের ভেতর দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেটা আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পেরেছি। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়নের বার্তাটাও আমরা তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি। সমস্ত ক্রীড়াঙ্গন যে এক হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। সমস্ত সংগঠক, সমস্ত খেলোয়াড় আমরা একত্র হয়েছি এদেশকে এগিয়ে নেয়ার জন্য। ’
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন বলেন, ‘এ কার্যক্রম চলমান থাকবে। আমাদের মূল যে স্লোগান স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন- এটা আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিব। আমাদের বিভিন্ন জেলার ডিএফএ, ডিএসএ রয়েছে তারাও এভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে আমাদের আপাতত আর কোনো প্রোগ্রাম নেই। জেলায় জেলায় যে প্রীতি ফুটবল ম্যাচগুলো হচ্ছে সেগুলো চলমান থাকবে। ’
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘আজ সারা দেশব্যাপী স্মার্ট ক্রীড়াঙ্গনের ব্যানারে র্যালি হয়েছে। জেলা পর্যায়গুলোতেও ক্রীড়াঙ্গনের মিলনমেলা হয়েছে। আমরা ক্রীড়াঙ্গন শেখ হাসিনা সরকারেই আস্থা রাখি। ’
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এআর