ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শ্রমিক দিবসে নারায়ণগঞ্জে রিকশাচালকদের পাশে ‘বসুন্ধরা শুভসংঘ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, মে ১, ২০২৫
শ্রমিক দিবসে নারায়ণগঞ্জে রিকশাচালকদের পাশে ‘বসুন্ধরা শুভসংঘ’

নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তীব্র তাপদাহ মোকাবিলায় নারায়ণগঞ্জ শহরের রিকশাচালকদের মাঝে গামছা ও টুপি বিতরণ করেছে ‘বসুন্ধরা শুভসংঘ’-এর জেলা শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় শতাধিক রিকশাচালকের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত রিকশা শ্রমিকরা জানান, বসুন্ধরা গ্রুপের কারণে অনেক মানুষের উপকার হচ্ছে। এজন্য আমরা তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি। তীব্র রোদের কারণে এতদিন রিকশা চালাতে অনেক কষ্ট হতো। এসব গামছা ও টুপি পেয়ে আমরা খুব খুশি।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, শ্রমিক দিবস উপলক্ষে আমরা রিকশাচালকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করে তাদের একটু স্বস্তির ব্যবস্থা করেছি। আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম করার ইচ্ছা রয়েছে।

জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম.এস.এ মনির বলেন, রিকশাচালকরা তীব্র রোদে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করেন। আমাদের এই উদ্যোগের ফলে তাদের কষ্ট যদি কিছুটা লাঘব হয়, তাহলেই আমরা মনে করবো এই কার্যক্রম সফল।

এসময় বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, সহ-সভাপতি কামাল হোসেন কালিম, যুগ্ম সম্পাদক দীপ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক মেহেদী মঞ্জুর বকুল, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ আকাশ, সাংবাদিক মেহেদী হাসান সজীব, নাহিন মুজতবা সোহান ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম সানু উপস্থিত ছিলেন।

এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ