যশোর: সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
রোববার (১৯ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে এই দুই পদে তারা বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৫ জন। তাদের সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল মিলনায়তনে একটি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন তারা।
পরে এক ঘণ্টার বিরতিতে প্রার্থী, তাদের এজেন্ট, ইউনিয়নের সদস্য ও অন্যান্যদের সামনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল। এসময় অপর দুইজন নির্বাচন কমিশনার শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের কার্যনির্বাহী কমিটির আটটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক পদে দুইজন করে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন।
বিকেল সাড়ে ৪টার দিকে ঘোষিত ফলাফলে সহসভাপতি পদে বিএম আসাদ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে এমএআর মশিউর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩০ ভোট।
দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। এই পদে দুইজন ভোট প্রদান করেননি।
কার্যনির্বাহী সদস্যের একটি পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এমএ রহমান পেয়েছেন ২০ ভোট।
এদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোরের ভোট গ্রহণ উপলক্ষে রোববার সকাল থেকেই প্রেসক্লাব যশোর চত্বর সাংবাদিকদের অন্যান্য সংগঠনের সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
এদিকে, নবনির্বাচিত নেতৃবৃন্দ ফলাফল ঘোষণার পর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের সাথে সাক্ষাত করেন। এসময় নার্গিস বেগম নবনির্বাচিত নেতাদেরকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন নেতৃত্ব গঠনমূলক ভূমিকা পালন করবেন।
এসএইচ