ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

পাথরঘাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় জেলের কারাদণ্ড 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, অক্টোবর ১৫, ২০২৫
পাথরঘাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় জেলের কারাদণ্ড  আটক জেলে ও জাল পুড়িয়ে ফেলা হচ্ছে

পাথরঘাটা (বরগুনা): নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার অপরাধে হাবিবুর রহমান হাওলাদার (৪৫) নামে এক জেলেকে ১২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ও পুলিশ তাকে আটক করে।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানে মাছ ধরার সময় হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় জালসহ কিছু মাছ পাওয়া যায়। মাছ এতিমখানায বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।